জনতার কলম, এিপুরা উদয়পুর প্রতিনিধি :- পানীয় জলের দাবিতে উদয়পুর – অমরপুর সড়ক অবরোধ করলো মহারানী এলাকার নোয়াবাড়ি এলাকার বাসিন্দারা l এর জেরে আজ সকাল দশটা থেকে যান চলাচল বন্ধ l স্থানীয় বাসিন্দাদের দাবি , টানা সাত দিন ধরে পরিস্রুত পানীয় জল পাচ্ছেনা l কোন হেলদোল নেই কতৃপক্ষের l পানীয় জল না আসায় মহারানী গামারিয়া পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার শতাধিক বাসিন্দা নারী পুরুষ বালতি কলসি নিয়ে একেবারে উদয়পুর – অমরপুর সড়কে মহারানী চৌমুহনি বাজারের রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ ও মহকুমা প্রশাসন l এর পরেও অবরোধ অব্যাহত l
Leave feedback about this