2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কাজ নেই অসহায় শ্রমজীবী অংশের মানুষরা

করুনা থাবায় লকডাউন এ অসহায় শ্রমজীবী অংশ মানুষরা, এমনই দৃশ্য পরিলক্ষিত করা গেল রাজধানীর বটতলা বাজার এলাকায়. তাদের অভিযোগ লকডাউন এর ফলে কাজ পাচ্ছে না এরা দিন পর দিন অসহনীয় হয়ে পড়ছে তাদের জীবনযাত্রা, সরকারি সাহায্য হিসেবে রেশন থেকে বিনামূল্যে চাল দিলেও লবন তেল কেনার অর্থ উপার্জন করার রাস্তা নেই তাদের. রোজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলেও কাজ না পাওয়ায় দিনের শেষে খালি হাতেই ফিরতে হয় ঘরে, তার পরিপ্রেক্ষিতে শনিবার এরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের পরিস্থিতির কথা চিন্তা করে সরকার যেন তাদের কাজের যোগান দেয় রাজ্য সরকারের কাছে এটাই দাবি তাদের.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service