2024-12-16
agartala,tripura
রাজ্য

রাজধানী জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির কর্মকর্তাদের সাথে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী

শনিবার রাজধানীর জিবি হাসপাতাল এ রোগী কল্যাণ সমিতির কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পাশাপাশি এদিন জিবি হাসপাতালের কর্তৃপক্ষের উদ্যোগে এক সুদূরপ্রসারী যোজনার আওতায় বৃক্ষরূপন কর্মসূচির আয়োজন করা হয়. এদিনের কর্মসূচিটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়. এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজধানীর জিবি চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে বলেন যে চারিপাশে সবুজায়নে দৃশ্য দেখে রোগীদের মানসিক সুস্থতা আসবে এবং এমনিতেই দেশে ও রাজ্যে করোনা ভাইরাসের তাণ্ডব চলছে থাকতে হবে আমাদের পরিস্কার পরিচ্ছন্নভাবে, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ ও সবুজায়ন রোগীদের সুস্থতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে বলে আশা ব্যাক্ত করেন তিনি. এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিকসহ হাসপাতালের অন্যান্য কার্যকর্তারা.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service