2024-12-16
agartala,tripura
রাজ্য

ডিজির সাথে দেখা করতে গিয়ে আটক ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারি সংগঠনের দুই শিক্ষক

গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারি সংগঠনের সভপতি ও সদস্য কমল সাহার নামে থানায় মামলা হয়েছে বলে জানা যায়।তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারি সংগঠনের দুই জন শিক্ষক রাজধানী আগরতলার পুলিশ হেড কোয়ার্টারে যায় ডিজি সাহেবের সাথে দেখা করার উদ্দেশ্যে। তখনই কর্মরত পুলিশ বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার হওয়ার কারণ সম্বন্ধে এরা জানায় যে পুলিশ নাকি বলেছে এরা আইন ভঙ্গ করছে পারমিশন না পেয়ে কেন জড়ো হচ্ছে। কিন্তু তাদের বক্তব্য এরা আইন ভাঙেনি এরা শুধু কথা বলতে চেয়েছিলো

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service