কাল বৈশাখী ঝড় ও বৃষ্টির ফলে বোরো ধান ক্ষেতে ছত্রাক জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে l এতে বোরো ধান খেতে ব্যাপক ক্ষতির স্মুখীন l এই ঘটনার খবর পেয়ে আজ কৃষি মন্ত্রী দপ্তরের আধিকারিকদের নিয়ে সরোজমিনে ক্ষতি গ্রস্ত বোরো ধান খেত পরিদর্শন করেন l এলাকার কৃষকদের সাথে কথা বলেন মন্ত্রী l কেন এরকম হচ্ছে এর কারণ খোঁজার চেষ্টা করেন l মন্ত্রী দপ্তরের আধিকারিকদের আগামীকালের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন l মন্ত্রী জানান, গোমতী জেলার উদয়পুর মহকুমার টেপানিয়া ব্লকের কুড়ি পরিবার কৃষকের প্রায় কুড়ি কানি বোরো ধান খেত ছত্রাক জনিত রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে l
janatar kalam Home রাজ্য ছত্রাক জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ধান ক্ষেতে ঘটনার খবর পেয়ে পরিদর্শন কৃষি মন্ত্রীর
Leave feedback about this