2024-12-19
agartala,tripura
রাজ্য

লক ডাউনের নিয়ম নীতি মেনেই পূজিত হলো গৌতম বুদ্ধ

আজ বুদ্ধ পূর্ণিমা , সরকারি নির্দেশে যেহেতু ধর্মীয় ধর্মীয় স্থানে এই লক ডাউনের মাঝে ধর্মীয় উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি রয়েছে , তারই পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক দায়ক দায়িকাদের উপস্থিতিতে অল্প পরিসরে নিয়ম রক্ষার্থে বুদ্ধ ভান্তের দ্বারা পূজিত হলো ভগবান বুদ্ধ . রাজধানীর কুঞ্জবনস্থিত বেণুবন বিহারে পরিলক্ষিত হলো এমনই এক দৃশ্য . তবে সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে নিষেধাজ্ঞা থাকলেও সবই যেন এদিন করোনা বিশ্ব শান্তির প্রার্থনা রাখেন.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service