2024-12-19
agartala,tripura
রাজ্য

জাগজমক ভাবে নয় এবছর বুদ্ধ পূর্ণিমার জন্য তৈরী হচ্ছেন ভগবান বুদ্ধদেব

কাল বুদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা । সরকারি নির্দেশে যেহেতু সমস্ত ধর্মীয়স্থানে ধর্মীয় উৎসব পালনের অনুমতি নেই তাই বুদ্ধ ভান্তে দ্বারা দায়ক দায়িকাহীন নিয়ম রক্ষার্থে পূজিত হবেন গৌতম বুদ্ধ এবং করোনা বিশ্ব শান্তির প্রার্থনা করা হবে । নাহলে এদিনটি দায়ক দায়িকাদের উপস্থিতিতে মন্দিরের প্রাঙ্গন অন্য মাত্রা পেত । শুধু বুদ্ধ নয় অন্যান্য ধর্মাবলী অংশের লোকরাও এই করোনার জেরে নিজেদের ধর্মীয় উৎসব পালন থেকে বিরত রয়েছেন । সব ধর্মাবলম্বী লোকেদের উদ্দেশ্য একটাই এই সময়ে ধর্ম জাতি নির্বিশেষে এই করোনা ভাইরাসের সাথে একত্র হয়ে লড়াই করার ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service