গোপন খবরের ভিত্তিতে ১৩বছরের একটি নাবালিকা মেয়েকে বিবাহের হাত থেকে বাঁচালো শিশু অধিকার সুরক্ষা কমিশন. ঘটনা রাজধানীর আনন্দনগর এলাকায়. জানা যায় আনন্দনগর এক রিক্সা শ্রমিক ওনার ১৩বছরের মেয়েকে বিবেকানন্দ আবাসনে নিয়ে আসে ২৮বছরের একটি বিকলঙ্গ ছেলের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ করার লক্ষে. গোপন সূত্রে ঘটনার খবর পেয়ে মহামারী করোনা ভাইরাস থেকেও গুরুত্বপূর্ণ বেপার মনে করে ঘটনাস্থলে ছুটে যায় শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ. সেখানে গিয়ে তিনি মেয়েটিকে উদ্ধার করে নিয়ে এসে পূর্ব মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয় মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যেশে.পাশাপাশি আগামী দিনে সরকারি সুযোগ সুভিদা প্রদান করার আশ্বাস ও দেন নীলিমা ঘোষ .
janatar kalam Blog রাজ্য ১৩বছরের এক নাবালিকাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে উদ্ধার করলো শিশু অধিকার সুরক্ষা কমিশন
Leave feedback about this