রাজ্যের বাজার গুলিতে ছেয়ে গেছে মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রী। আর এই মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রী খেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারন মানুষ। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এই সব খাদ্য সামগ্রী বিক্রি করে চলছে। তবে এই সব অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার ফুড এন্ড লিগ্যাল মেট্রোলজি ট্রাক ফোর্সের উদ্যোগে অভিযান চালানো হয় বড়দোয়ালি স্কুলের সামনে নিম্বাস মার্ট নামক এক মুদির দোকানে। প্যাকেট জাত বিভিন্ন প্রকার মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে। একই সাথে বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্রে ব্যাপক বেমিল পান আধিকারিকরা। দোকান মালিককে প্রশ্ন করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তী সময়ে দোকান সিল করে দেওয়া হয় ফুড এন্ড লিগ্যাল মেট্রোলজি ট্রাক ফোর্সএর পক্ষ থেকে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
রাজ্য
মেয়াদ উত্তির্ণ খাদ্য সামগ্রী নিম্বাস মার্টে, সিল করলো ফুড এন্ড লিগ্যাল মেট্রোলজি ট্রাক ফোর্স
- by janatar kalam
- 2020-04-24
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this