রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন নানা কর্মসূচির মধ্য দিয়ে চলছে গরিবদের মাঝে খাবার ও খাদ্য সামগ্রী বিতরন ঠিক সেই জাগায় আজকের কর্মসূচির চিত্র ছিল একটু বেতিক্রম। রাজধানীর লেক চৌমুহনীস্থিত পোলষ্টার ক্লাবের উদ্যোগে যে জায়গায় এলাকার বৃদ্ধলোকরা রাজ্যে লক ডাউনের ফলে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষায় যেতে পারছেননা সেই জায়গায় ড: অরূপ রায় বর্মনের উপস্থিতিতে এলাকার বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুগার, প্রেসার টেস্টের পাশাপাশি নানা রজার ওষুধও প্রদান করা হয় পোলষ্টার ক্লাবের পক্ষ থেকে
Leave feedback about this