2024-11-15
agartala,tripura
রাজ্য

গরিবদের মাঝে অন্ন দানের কর্মসূচি হাতে নিলো ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন

রাজ্যে গরিবদের মধ্যে অন্ন দানের কর্মসূচি এই করুন মুহূর্তে অন্য মাত্রা পেয়েছে। এই মাত্রাকে আরো একটু গতি দেওয়ার জন্যে এগিয়ে এসেছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কদমতলাস্তিথ বাসভবন থেকে শিক্ষামন্ত্রীর হাত হয়ে যাত্রা শুরু করে কর্মচারী সংঘটনটি এবং মোহনপুর ব্লকস্থিত ফটিকছড়া চা বাগান , কালাছড়া চা বাগান , ললগড়িয়া শ্রমিক বস্তি ও হাতিছড়া ট্রাইবেল বস্তি মিলিয়ে মোট ৪০০ দুস্ত পরিবারের মধ্যে সংঘটনের নেতা সমর রায়ের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service