আগরতলা প্রেস ক্লাবে আই এন পি টির বর্ধিত কার্যকরী কমিটির বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন আই এন পিটি সুপ্রিমো বিজয় রাঙ্খল, আই এন পিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাসহ অন্যান্য কার্যকর্তারা। এদিন সংগঠনের সম্পাদক জানান বৈঠকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিভাগীয় ভিত্তিক ৫ ঘন্টার গণবস্থান ও সংগঠন ভিত্তিক যে আন্দোলনগুলি রয়েছে সেগুলিকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি । পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনে দলীয় কৌশল নিয়েও আলোচনা হবে বলে জানান ।
Leave feedback about this