২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা । মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা , বাংলাদেশ বিধানসভার মুখ্য সচিব মহম্মদ অবদাস সাহিদসহ অন্যান্য আধিকারিকরা। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রত্যেক ভাষাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই শ্রদ্ধার সঙ্গে এই দিনটি স্মরণ করা হচ্ছে । রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে একটি ভাষাও যেন বিলুপ্ত না হয় সেদিকে লক্ষ রাখা এবং শুধু বাংলা ভাষায় নয় বাংলার পাশাপাশি ককবরক ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই ভাষাও যেন হারিয়ে না যায় তার চেষ্টা চালাচ্ছে সরকার । এছাড়াও চাকমা ভাষা , রিয়াং ভাষা আর যে ভাষাগুলো রয়েছে তা কিভাবে দিন সমৃদ্ধি করতে পারে তার চেষ্টা চালাচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী ।
janatar kalam Home রাজ্য প্রত্যেক ভাষাকে বাঁচিয়ে রাখার লক্ষেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা : শিক্ষামন্ত্রী
Leave feedback about this