বুধবার ও এন জি সি তে, ও এন জি সির সি এম ডি এবং ডিরেক্টরদের সঙ্গে মিডিয়া ইন্টারেক্টর প্রোগ্রামের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন ও এন জি সির এসেট ম্যানেজার ওম প্রকাশ সিং , ও এন জি সির সি এম ডি শশী শঙ্করসহ অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে আধিকারিকরা জানান যে দেশে যে আর্থিক সংকটের জল্পনা চলছে তাতে ও এন জি সির কোন ঘাটতি নেই, বরং বিগত ১০ বছর ধরে ও এন জি সি একই ধারায় চলছে । পাশাপাশি আধিকারিকরা জানান ত্রিপুরা প্রায় ৪ থেকে ৬ শতাংশ গ্যাস দেশকে দিতে পারে এবং তারা জানায় আগামীতে রাজ্যের তৃষ্ণা, খোবাল, গজারিয়া অঞ্চল থেকে উৎপাদনের ব্যবস্থা নেওয়া হবে ।
Leave feedback about this