আজ বিশ্ব কৃমিনাশক দিবস । এরই অঙ্গ হিসাবে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এক কর্মসূচি হাতে নিয়েছে । এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা সাহা জানান এটি জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এক বিশেষ উদ্যোগে , এর মূল লক্ষই হচ্ছে ১থেকে ১৪ বছরের শিশুদের কৃমি মুক্ত করা । কেননা এর ফলে শিশুরা বিভিন্ন রোগে জড়িয়ে পড়ছে । এদিন বিদ্যালয়ে উপস্থিত ৪৬৭ জন ছাত্রীদের মিড্ ডে মিল দেওয়ার পর কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয় বলে জানান তিনি । পাশাপাশি শিশুদের কৃমিমুক্ত করতে বিদ্যালয়ের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ।
janatar kalam Blog রাজ্য বিশ্ব কৃমিনাশক দিবস উপলক্ষে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দেওয়া হল কৃমিনাশক ঔষধ
Leave feedback about this