সি এ এ , এন আর সির প্রতিবাদে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সৌজন্যে এক সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছে । মিছিলটি আজ খুমূলুঙ এলাকা থেকে শুরু হয়েছে চলবে আগামী ২৬ শে ফেব্রুয়ারী পর্যন্ত । মিছিল টি সারা রাজ্য ঘুরে রাজ্যের প্রত্যেকটি গ্রামাঞ্চলে গিয়ে সি এ এ , এন আর সির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াবে । এদিনের মিছিলে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চনপুরের আনন্দ বাজারের বাঙালিদের দোকান ভাংচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্তদের জন্য মহারাজ নিজ পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা কাঞ্চনপুর মহকুমার প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা ও জানান তিনি।
রাজ্য
শুরু হল এন্টি সি এ এ বাইক মিছিল, সৌজন্যে মহারাজ
- by janatar kalam
- 2020-02-08
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this