আবারো দুঃসাহসিক বাইক চুরির চেষ্টা । ঘটনা রাজধানীর কের চৌমুহনী এলাকায় । ঘটনা সূত্রে জানা যায় টি আর ০৫ এ ৬২৪৬ নম্বরের গ্ল্যামার বাইকটির মালিক যখন জনৈক এক ব্যাক্তিকে তার বাইকের কাছে হাতেনাতে ধরে ফেলে তখন সেই ব্যাক্তি বাইকটি তার বলে দাবি করে । বাইকের মালিকএর ত্রিনাঙ্কু গুপ্ত বাড়ি ধর্মনগড় দৈনন্দিন কাজের জন্য সে রাজধানীর নাগেরজলা এলাকায় বসবাস করে। বাইকটির মালিক বাইকটি তার বলে প্রমান স্বরূপ ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দেখালেও জনৈক সেই ব্যাক্তি মিথ্যা প্রমান দিয়ে বাইকটি তার বলে দাবি করতে থাকে । তখন ঘটনাস্থলে পুলিশ এসে সেই ব্যাক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ।
রাজ্য
রাজধানীতে দুঃসাহসিক বাইক চুরির চেষ্টা। মালিকের কাছে হাতেনাতে ধরা পড়ল চুর ।
- by janatar kalam
- 2020-02-07
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this