2024-12-16
agartala,tripura
রাজ্য

চন্দন চ্যাটার্জী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অভিযোগ N C T -র

যেভাবে বুরুল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াকে অধিক ক্ষমতা দিয়ে তাদের জন্য ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্তা করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে তেমনি এ ডি সিকেও ক্ষমতাশীল করতে হবে । বুধবার রাজধানীর প্রেসক্লাবে ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবী করেন এন সি টি নেতা অনিমেষ দেববর্মা ।
সেই সঙ্গে তিনি চন্দন চ্যাটার্জীর দেওয়া বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানিমূলক আখ্যায়িত করে তার তীব্র নিন্দা করেন । এবং তার বিরুদ্ধে আইনত বেবস্থা গ্রহণ করার দাবী জানান ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service