2024-12-18
agartala,tripura
রাজ্য

সুবল ভৌমিক বাংলাদেশী জানেনা রাজন্য ইতিহাস : রঞ্জিত ।

C A A নিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দায়ের করা মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট । তাৎপর্যপূরর্ণ বিষয় হল সুপ্রিম কোর্ট ত্রিপুরা ও আসামের জন্য আলাদা আলাদা হিয়ারিং করবে বলে জানিয়েছেন । তাতেই স্পষ্ট প্রদ্যুৎ কিশোর দেববর্মনের করা মামলা রাজ্য বাসীর পক্ষেই রায় দেবে সুপ্রিম কোর্ট ।
এদিকে সম্প্রতি প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্বে তোপ দাগেন বিজেপি দলত্যাগী কংগ্রেস নেতা সুবল ভৌমিক । সুবল ভৌমিক প্রদ্যুৎ কিশোর দেববারমানকে বেক্তিগত আক্রমণ করে বলেন , জানজাতিদের নিয়ে ঘৃণ্য রাজনীতি করে নিজের পিত্র সম্পদ উদ্ধারের লক্ষে মাঠে নেমেছেন ।এদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্বে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পাল্টা কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বিরুদ্বে তোপ দাগেন উপজাতি নেতা রঞ্জিত দেববর্মা

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service