2025-09-04
Ramnagar, Agartala,Tripura
দেশ

৫,০০০ নতুন চাকরিসহ বছরে ২০ কোটি ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা TDK কারখানায়

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার হরিয়ানার সোহনায় TDK Corporation-এর লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন। তিনি এটিকে ভারতের ইলেকট্রনিক্স খাতে একটি “বড় মাইলফলক” হিসেবে আখ্যায়িত করেছেন।

কেন্দ্রের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার (EMC) স্কিম-এর আওতায় নির্মিত এই কারখানা প্রতি বছর প্রায় ২০ কোটি ব্যাটারি প্যাক উৎপাদন করবে, যা দেশের প্রয়োজনের প্রায় ৪০ শতাংশ পূরণ করবে। এ প্রকল্পে ৫,০০০ সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত ব্যাটারিগুলো মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবাড এবং অন্যান্য কনজিউমার ডিভাইসের জন্য ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্বপ্ন পূরণে এগোচ্ছি। ক্যামেরা মডিউল, PCB অ্যাসেম্বলি, সেমিকন্ডাক্টর বা ব্যাটারি—আগামী কয়েক বছরে প্রতিটি উপাদানই দেশে উৎপাদিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, এই বছরের শুরুতে Semicon India 2025-এ প্রধানমন্ত্রীকে দেশের তৈরি প্রথম চিপ উপস্থাপন করা হয়েছিল। বৈষ্ণব বলেন, “প্রতিটি মাইলফলক—সেমিকন্ডাক্টর, ব্যাটারি, PCB অ্যাসেম্বলি বা ক্যামেরা মডিউল—ভারতকে বৈশ্বিক ইলেকট্রনিক্স উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলছে।”

হরিয়ানার সরকার এই প্রকল্পকে সমর্থন দিয়েছে এবং AT Bawal প্ল্যান্টে শ্রমিকদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে। TDK Corporation বর্তমানে ৩০টি দেশে ২৫০টিরও বেশি উৎপাদন, গবেষণা ও বিক্রয় কেন্দ্র পরিচালনা করছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service