2025-03-27
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

প্রতাপগড় ব্রিজ সংলগ্ন হাওড়ার ঘাটে এ বছরও বারুণী স্নানের আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছরের ন্যায় এই বছরও ধর্মীয় রীতি-নীতি মেনে বারুণী স্নানের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। ধর্ম প্রাণ মানুষ জন পবিত্র স্নান করেন। অনেকে পিতৃ পুরুষদের উদ্দেশে তিল জল দেন করেন। আগরতলা শহরের মধ্যে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন হাওড়ার ঘাটে এ বছরও বারুণী স্নানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পূর্ণাথীদের আগমন।

স্নান সেরে নিকটবর্তী মন্দিরে পুজো দেন তারা। বহু মানুষ পিতৃ তর্পন করেন। ছিলেন পুরোহিত থেকে সন্ন্যাসী, সাধু সন্তরা। প্রতিবছর এখানে বারুনী স্নানে বহু মানুষ আসেন। তাদের মধ্যে মহিলা শিশু থেকে প্রবীণ সব অংশের মানুষকেই দেখা যায়। এখানে হাওড়ার ঘাটের কাছেই রয়েছে শিব কালী সহ বিভিন্ন দেব দেবীর মন্দির।

নিত্য পুজো হয় এখানে। বিশেষ তিথি কিংবা পূজানুষ্ঠানে ভক্তবৃন্দের ভিড় লেগে যায়। এদিনও এর বেতিক্রম হয়নি। আগরতলা শহর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন বারুনী স্নানের মধ্যে দিয়ে পুন্য অর্জনের জন্যে। স্নান সেরে যে যার সাধ্যমতো কিছু দান দক্ষিণাও করেন। বর্তমান জীবনে বেস্ততার মধ্যেও মানুষ কিন্তু ঐতিহ্য ও পরম্পরাকে ধরে রেখেছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service