2025-02-18
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় কড়ুইমুড়া এলাকায় ব্যবসায়ী অজয় ঘোষ বেসরকারি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ১৬ লাখ টাকা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার মালিকপক্ষকে সে টাকা পরিশোধ করতে নোটিশ দিয়েছেন। কিন্তু অজয় ঘোষ সে টাকা পরিশোধ করার মতো কোনো রকম উদ্যোগ দেখার নেই।

বাধ্য হয়ে বেসরকারি ব্যাংক সিপাহীজলা জেলাশাসকের দ্বারস্থ হয়। জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখেন এবং মালিকপক্ষকে কয়েকবার সময় দিয়েছেন লোন পরিশোধ করতে।

তাতেও কোন সাড়া দেয়নি অজয় ঘোষ বাধ্য হয়ে জেলা শাসকের নির্দেশে বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস মঙ্গলবার দুপুরে কড়ুইমুড়া এলাকায় অজয় ঘোষের একটি দোকান বিটি ক্রক করেন। সে দোকান বিটে এখন মালিক সেই বেসরকারি কোম্পানি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service