জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় রাজ্যের জেলা ও মহকুমা স্তরীয় আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বেশ উৎসাহ ও উদ্দীপনায় স্থানীয় ভোলাগিরি মাঠে বিগত বছরের মত এবারও আয়োজিত এই একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে আয়োজক আগরতলা প্রেসক্লাব ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ তেলিয়ামুড়া প্রেসক্লাব ক্রিকেট টিমকে ৪৬ রানের ব্যবধানে হারিয়ে আগরতলা প্রেসক্লাব চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আগরতলা প্রেসক্লাব টিম নির্ধারিত ১০ ওভারে পাঁচ উইকেটে ১১৮ রান সংগ্রহ করলে, জবাবে তেলিয়ামুড়া প্রেসক্লাব টিম আট উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করতেই সীমিত দশ ওভার ফুরিয়ে যায়।
বিজিত তেলিয়ামুড়া প্রেসক্লাব টিম পেয়েছে রানার্সআপ খেতাব। সেরা ব্যাটসম্যান হিসেবে আগরতলা প্রেস ক্লাব টিমের সুব্রত দেবনাথ, সেরা বোলার দিব্যেন্দু দে, সেরা ফিল্ডার অঞ্জন দেব, প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ প্রণব শীল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে তেলিয়ামুড়া প্রেসক্লাব টিমের সঞ্জিত দাস পুরস্কৃত হলেও টিম গেমে আগরতলা প্রেসক্লাবের হয়ে অভিষেক (অধিনায়ক), প্রসেনজিৎ, বিশ্বজিৎ, জাকির, বাপন, মেঘধন, মিল্টন, সুমন, অঞ্জন, সুব্রত, দিব্যেন্দু, সুমিত, প্রণব, সিশান যেমন খেলেছেন, তেমনি তেলিয়ামুড়া প্রেসক্লাব টিমের হিরন্ময় (অধিনায়ক), পার্থ, বিমলেন্দু, দীপক, ঝন্টু, প্রবীর, অমিত, গোপেশ, শঙ্খ, শিবজ্যোতী, সঞ্জীব, বাপন, সনজিৎ, সঞ্জীত দাস প্রত্যেকের পারফরম্যান্সও অনস্বীকার্য।
এর আগে প্রথম সেমিফাইনালে আগরতলা প্রেসক্লাব টিম রোমাঞ্চকর ভাবে সুপার ওভারে খুমুলুঙ প্রেসক্লাব টিমকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। এতে প্লেয়ার অব দ্যা ম্যাচের সদৃশ্য ট্রফি পেয়েছিল সুব্রত দেবনাথ। অপর সেমিফাইনালে তেলিয়ামুড়া প্রেস ক্লাব টিম ৫ উইকেটের ব্যবধানে উদয়পুর প্রেসক্লাব টিমকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। এতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছিল সঞ্জীত দাস।
উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ, তেলিয়ামুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি দীপক দাস ও সম্পাদক পার্থ সারথি রায় প্রমূখ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানোর পাশাপাশি সকল খেলোয়ারদের সঙ্গে পরিচিতি পর্বের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।
ফাইনাল ম্যাচের শেষে এক উৎসাহ পূর্ণ অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে, কার্যকরী কমিটির সদস্য মনীষ লোধ, অভিষেক দেববর্মা, মিহির সরকার, টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে আগামী দিনেও এ ধরনের টুর্নামেন্ট আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Leave feedback about this