জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট এবার বীরপুরুষ টিম চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবারে স্যন্দন আয়োজিত ১৩তম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটের ফাইনালে প্রতিপক্ষ নাগেশ্বরী-এ দলকে চার উইকেটে হারিয়ে বীরপুরুষ টিম চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। এর আগে প্রথম সেমিফাইনালে নাগেশ্বরী-এ টিম চার উইকেটের ব্যবধানে বি-টিমকে কে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে বীরপুরুষ টিম চার উইকেটের ব্যবধানে রিস্ক টিমকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছিল।
স্থানীয় এমবিবি মাঠে ১৪টি মিডিয়া ক্রিকেট দলকে নিয়ে আয়োজিত বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে সাংবাদিক, চিত্রসাংবাদিক, ক্রীড়া সাংবাদিক তথা মিডিয়া জগতে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছিল সেটাই মুখ্যত আয়োজকদের অন্যতম প্রাপ্তি বলা যেতে পারে।
অন্তত পক্ষে একটা দিনের জন্য কলম ও ক্যামেরাকে সাইডে সরিয়ে রেখে প্রখ্যাত পেশাদার ফটোগ্রাফার বুদ্ধ গুপ্তের স্মৃতিতে একদিন মাঠে ক্রিকেট খেলার আয়োজনে নিজেকে জড়িয়ে নেয়ার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং উপভোগ্য আনন্দটাই আলাদা।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা রাজ্যের সংবাদ জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং স্যন্দন পত্রিকার সম্পাদক ও স্যান্দন টিভির ম্যানেজিং ডিরেক্টর সুবল কুমার দে, উনার সংক্ষিপ্ত ভাষণদানকালে সাফল্যের উদ্দেশ্যে অভিষ্ঠ লক্ষ্য স্থির করে সাহসিকতার সঙ্গে আত্মনিয়োগের আহ্বান জানান।
প্রসঙ্গক্রমে তিনি প্রয়াত বুদ্ধগুপ্তের সাহসিকতা পূর্ণ চিত্রসংবাদিকতার দু একটি নিদর্শনও উল্লেখ করে, তা অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, হেডলাইনস ত্রিপুরা চ্যানেলের এডিটর প্রণব সরকার,স্কুল অফ সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে মহিলা সাংবাদিক ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে দুদলের খেলোয়াড়দের স্মারক প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতায় নিয়োজিত সুমন আচার্য, মিঠুন কর এবং চিত্র সাংবাদিক প্রাণ গোপাল আচার্যকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ফাইনাল ম্যাচের শেষে বিকেলে মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হয়।
টুর্নামেন্টে ম্যান অফ দ্যা টুর্নামেন্টৈর ট্রফি ও প্রাইজমানি পেয়েছে মেঘধন দেব। এছাড়া, সেরা ফিল্ডার মেঘধন দেব, সেরা ব্যাটসম্যান প্রণব শীল এবং সেরা বোলার রবীন্দ্র শর্মাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়, পত্রিকার এক্সিকিউটিভ এডিটর বিজয় পাল প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথকেও সংবর্ধনা জানানো হয়। আম্পায়ার সুকান্ত সাহা, বাপন হোসেন, সবুজ খান ও দীপ্তনীল চৌধুরীকে পদকে সম্মানিত করা হয়। এদিন সংশ্লিষ্ট সকলকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আহ্বায়ক অভিষেক দে ধন্যবাদ জানিয়েছেন।
Leave feedback about this