2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য শিক্ষা

স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক শিশুর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুল থেকে আর বাড়ি ফেরা হলো না সাড়ে চার বছরের তৃপ্ত বিশ্বাসের। TR 03E 0762 নম্বরের ঘাতক মারুতি ভ্যান এর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তার। বিলোনিয়া গভমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নার্সারি বিভাগের ছাত্র তৃপ্ত বিশ্বাস। প্রতিদিনের মতো আজ সকালেও মায়ের সাথে স্কুলে আসে।

বাবা পেশায় শ্রমিক কালিপদ বিশ্বাস জানান অটো থেকে বাড়ির সামনে নামার পর ছেলেটির মা যখন অটোওয়ালা কে টাকা দিচ্ছিল সে সময় সে নিজের রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময় মতাই এর দিক থেকে আসা বিলোনিয়াগামী মারুতি ভ্যান এর ধাক্কায় গুরুতর জখম হয় তৃপ্ত বিশ্বাস। সাথে সাথে ওই গাড়িটির চালক মিঠুন সরকার তাকে দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তৃপ্ত।

জয়কাতপুর গ্রাম পঞ্চায়েতের ঝরঝরি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকাসহ বিলোনিয়া শহর হাসপাতাল চত্বর সহ বিলোনিয়া সরকারী ইংলিশ মিডিয়াম স্কুলসহ অন্যান্য স্কুলেও নেমে আসে শোকের ছায়া। হাসপাতালে ছুটে আসেন বিলোনিয়া বিদ্যালয়ের পরিদর্শক সহ দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকগণ এবং অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

সকলের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলের দ্রুত ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। তদন্তে নামে স্বয়ং বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে। দুর্ঘটনা সম্পর্কে তিনি তুলে ধরেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।চালক পলাতক। মৃতদেহ বর্তমানে বিলোনিয়া হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service