জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়ঙ্কর পথ দুর্ঘটনার বলি হয়ে প্রাণ গেল এক তরতাজা যুবকের।মৃত যুবকের নাম ডালিম মিয়া।বয়ষ ২৩। পিতার নাম আব্দুল মতিন ওরফে কবিরাজ। বাড়ি পাথারকান্দি থানাধীন গীর্জাঘরে।জানা গেছে রবিবার সকাল এগারোটা নাগাদ বিশেষ কাজ শেষে ডালিম নিজের মোটর বাইকে চেপে পাথারকান্দি থেকে বাড়ি ফিরছিলেন।
তার বাইকটি বাড়িতে প্রবেশের পথে আট নং জাতিয় সড়কের গীর্জাঘর সংলগ্ন কবরস্থান এলাকায় অবস্থানকালে ত্রিপুরা থেকে অন্ধ্রপ্রদেশগামি একটি লরি তার বাইকে অর্তকিতে ধাক্কা দিলে বাইক সমেত ডালিম ত্রিপুরাগামি একটি ইট বোঝাই বলেরো পিকআপ ভ্যানের সাথে ধাক্কা দেয়।
এতে সে বাইক সহ সড়কে ছিটকে পড়ে মাথা ফেটে ঘটনাস্থলে প্রাণ হারায়।এদিকে বহির্রাজ্যের ঘাতক লরিটি পালিয়ে গেলেও পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।পাশাপাশি বলেরো গাড়িটিও নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ করে।
Leave feedback about this