জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতার পর থেকে বহু দল দেশ শাসন করলেও ২০১৪ সালের পর থেকেই দেশের সার্বিক উন্নয়ন তরাম্বিত হচ্ছে। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করে এই কথা বলেন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। এদিন রাজধানীর গান্ধীঘাটেও জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি ।পরে অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ বীর জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাথ।শুক্রবার দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস ।সারাদেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হচ্ছে।
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সংসদ বিষয়ক ও আইনমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান ,আজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতার পর দেশ কিভাবে এগিয়ে চলবে ,রাষ্ট্রের প্রতি জনগণের কি দায়িত্ব থাকবে সেই সম্পর্কে এই দিনে সংবিধান গৃহীত হয় । মন্ত্রী বলেন ,দেশবাসীর সার্বিক উন্নয়নে দেশের সংবিধানে অনেক কিছু বলা রয়েছে। স্বাধীনতা প্রাপ্তির পর অনেক রাজনৈতিক দল দেশ শাসন করলেও ২০১৪ সালের পর থেকে দেশবাসী সংবিধান প্রদত্ত সুযোগ-সুবিধা পেয়ে চলছেন ।এই সময়েই দেশের প্রকৃত ও সার্বিক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি।এর আগে শুক্রবার সকালে রাজধানীর গান্ধী-ঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতন লাল নাথ। বিভিন্ন রাষ্ট্রনায়কের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান তিনি ।সেখান থেকে অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে দেশের বীর শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাথ।
Leave feedback about this