2024-12-19
agartala,tripura
রাজ্য শিক্ষা

দলিত, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ ডিসেম্বর ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস। এবছর ডঃ আম্বেদকরের মৃত্যুর ৬৮তম বর্ষ। সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করা হচ্ছে। এদিন রাজ্যের মূল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের মুল গেটের সামনে রাখা ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তির সামনে।

 

রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা প্রমুখ। উপস্থিত অতিথিরা আম্বেদকরের মূর্তিতে মালা এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানের রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছিল।

 

এদিনের তাৎপর্য সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা বলেন, ডঃ বি আর আম্বেদকর পশ্চাদপদ অংশ মানুষের কল্যাণের কথা চিন্তা করে যে সকল কাজ করে গিয়েছিলেন তা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। সারা দেশ তাই তাকে গভীর ভাবে স্মরণ করে।দলিত, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে আম্বেদকর জীর চিন্তাভাবনাকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর দিকনির্দেশনায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে আমাদের সরকার।

অপরদিকে তপশীলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এ দিনের তাৎপর্যতুলে ধরতে গিয়ে বলেন, ভারতবাসীর জন্য সংবিধান তৈরি করে দিয়েছেন। ভারতবাসীর মনে তিনি এখনো বিরাজমান। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service