জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব নির্ধারিত ঘোষণা ও সূচি অনুযায়ী উচ্ছেদ অভিযান করা হয়েছে জিবি বাজার থেকে ইন্দ্রনগর আইটিআই যাওয়ার রাস্তাটিতে। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে ১৪ টি বিল্ডিং। ছড়িয়ে দেওয়া হয়েছে ৪৮ টি ছোট দোকান। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে শহরকে সাজিয়ে তোলার ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে পুর নিগম। যার ফলশ্রুতিতে বেশ কিছু রাস্তা প্রশস্ত করার প্রয়োজন হয়ে পড়েছে। তার জন্য তুলে দিতে হয়েছে বেশ কিছু বেআইনি দখলদারদের। শহরের বিভিন্ন স্থানে পুজোর আগে এই প্রক্রিয়া চলছে। মঙ্গলবার পুর নিগমের উদ্যোগে উচ্ছেদ অভিযান করা হয়েছে রাজধানীর জিবি বাজার এলাকায়। এদিন জিবির ডানদিকে ইন্দ্রনগর আইটিআই যাওয়ার রাস্তার এক পাশের ১৪ টি বিল্ডিং ভাঙ্গা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে ৪৮ টি ছোট দোকান। সকাল থেকে পুরনিগম এলাকায় প্রচুর সংখ্যক টিএসআর বাহিনী মোতায়ন করে ভাঙ্গার কাজ শুরু করেছিল। যদিও কোন আপত্তি ছাড়াই প্রত্যেকের সহযোগিতায় উচ্ছেদ অভিযান সম্পন্ন হয় তারপরেও দু একজন ব্যবসায়ী তাদের ওজুর আপত্তি জানায়। তাদের বক্তব্য দুটি দোকান সম্পূর্ণ বেআইনিভাবে ভাঙ্গা হয়েছে, আবার কেউ কেউ বলছে পুজোর পরে ভাঙলেই প্রত্যেকের সুবিধা হত। এদিকে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, ব্যবসায়ী দোকানদার প্রত্যেকের সহমতের ভিত্তিতেই আমরা রাস্তাটি প্রশস্ত করার প্রয়োজনে বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে বাধ্য হয়েছি। আগামীকাল থেকেই রাস্তা প্রশস্তের কাজ শুরু হয়ে যাবে। মেয়র একদিন আরও জানান, ইতিমধ্যে যে সমস্ত দোকানগুলিকে উচ্ছেদ করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই নাকি পুনরায় রাজনৈতিক মদতে নিজ নিজ স্থানে বসে গিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে ফের অভিযানে নামব। কাউকেই রাজনৈতিকভাবে বরদাস্থ করা হবে না।
রাজ্য
জিবি বাজার এলাকায় ভেঙ্গে দেওয়া হয়েছে ১৪ টি দালান
- by janatar kalam
- 2023-10-03
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this