জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলে ডুবিয়ে দুই শিশু কন্যাকে হত্যা করেছে জন্মদাত্রী মা |ঘটনাটি ঘটেছে আসামের কাছাড় জেলার কচুদরম থানার বাউরাকান্দি এলাকায়। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তাকে। ঘটনায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুদের বাবা বেবুল হক লস্কর। বিবরণে জানা যায় , শুক্রবার সাতসকালে নিজ গর্ভজাত দুই শিশু কন্যাকে জলে ডুবিয়ে খুন করলেন এক ডাইনি প্রকৃতির মা।খবর পেয়ে কচুদরম থানার পুলিশ অকুস্থলে পৌছে দুই নিষ্পাপ শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
Leave feedback about this