2024-09-19
agartala,tripura
রাজ্য

টানা বর্ষণে ভেঙ্গে চৌচির জাতীয় সড়ক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রবল বর্ষণে ভেঙ্গে চৌচির ৮ নং জাতীয় সড়ক। ফলে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানবাহন চলাচলে। বিশেষ করে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র নগর লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের এক পাশে লুঙ্গা থাকার ফলে টানা বর্ষণে রাস্তা ভেঙ্গে তলিয়ে গেছে। অভিযোগ লুঙ্গা এলাকায় রাস্তার পাশে শক্ত ওয়াল তৈরি না করেই রাস্তা নির্মাণ করার ফলেই বর্তমান এই পরিস্থিতি দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ যতটুকু রাস্তা নির্মাণ করা হয়েছে তাও অত্যন্ত নিম্নমানের ইট পাথর সিমেন্ট দিয়ে করা হয়েছে। রাস্তা নির্মাণের সময় স্থানীয় মানুষ অনেকবার ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। আশ্চর্যজনক ভাবে প্রশাসন এই সমস্ত বিষয়ে কর্ণপাত করেনি। যার ফলে চলতি বর্ষার মরশুমে ঠিকাদারি সংস্থার কাজের গুণগত মানের আসল চেহারা প্রকাশ্যে চলে এসেছে। অনেকেরই প্রশ্ন শক্তপোক্তভাবে রাস্তা নির্মাণ করা হয়ে থাকলে তিন চার দিনের টানা বর্ষণে এইভাবে কোন রাস্তায় ফাটল ধরে না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service