2024-12-15
agartala,tripura
দেশ

অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অপেক্ষার অবসান, আজ রবিবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সারা দেশে ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘ভারতে আধুনিক ট্রেনের সংখ্যা বাড়ছে।গত ৯ বছরে দেশে রেল লাইনের রেকর্ড সম্প্রসারণ হয়েছে। ট্রেনের পাশাপাশি স্টেশনের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। রেল হল ভারতের জীবন রেখা। রেল স্টেশনের সঙ্গে জুড়ে থাকে এলাকার পরিচয়। স্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবার জেরে অনেক পড়ুয়া উপকৃত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ভারতের প্রায় ১৩০০ প্রধান রেলস্টেশনকে এখন অমৃত ভারত রেলওয়ে স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। আধুনিক পদ্ধতিতে এগুলোকে নতুন করে গড়ে তোলা হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service