2024-12-15
agartala,tripura
রাজ্য

উচ্চশিক্ষায় অঙ্কিতকে সাহায্য করল টিসিএসএ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আইআইটি বেনারসে পড়ার স্বপ্ন আর অধরা রইল না অঙ্কিতের। মেধাবী অঙ্কিতের স্বপ্ন পূরণে অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী। সাহায্যে এগিয়ে এসেছে ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশন। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে অঙ্কিতের হাতে তুলে দিল এক লক্ষ টাকা। অদম্য ইচ্ছা শক্তি, নির্দিষ্ট লক্ষ্য ও সিদ্ধান্তে অবিচল থাকলে যে কোন মানুষকেই যে দারিদ্রতা কাবু করতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে খোয়াই লাল ছড়ার মেধাবী ছাত্র অঙ্কিত পাল। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের নবম স্থান অধিকার করেছিল মেধাবী অঙ্কিত। জে ই ই মেইন এবংএডভান্স পরীক্ষায় বসে আইআইটি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে খোয়াইয়ের প্রত্যন্ত লাল ছড়ার দরিদ্র পিতৃহীন অঙ্কিত পাল। অঙ্কিতের মা সাধারণ একটি প্রাইভেট চেম্বারে কাজ করে সংসার প্রতিপালন করছে। ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার তার অদম্য ইচ্ছা থাকলেও দারিদ্রতা যেন পিছু টানছিল। কি করে ছেলের ইচ্ছে পূরণ করবে দরিদ্র অসহায় বিধবা মা। হতাশ হয়ে পড়েছিল অঙ্কিত। শেষ পর্যন্ত দ্বারস্থ হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার। মানিক সাহা সঙ্গে সঙ্গেই অঙ্কিতের উচ্চ শিক্ষার সমস্ত দায়ভার গ্রহণ করে নেয়। আশ্বাস দিয়ে বলেন উচ্চশিক্ষায় এগিয়ে যাও তুমি পয়সার অভাব হবে না। এগিয়ে এসেছে ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সিভিল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে অঙ্কিতের হাতে তুলে দেওয়া হয়েছে এক লক্ষ টাকা। ছেলের পড়াশোনার জন্য এই আর্থিক সাহায্য পেয়ে সম্ভবত কারণেই খুশি অঙ্কিতের মা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও সিভিল সার্ভিস এসোসিয়েশনের কর্মকর্তাদের।

 

এদিকে সিভিল সার্ভিস এসোসিয়েশনের কর্মকর্তারা অঙ্কিতের মতো মেধাবী ছেলের হাতে কিছুটা আর্থিক সাহায্য তুলে দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছেন। বলেন আগামী দিনেও থাকব আমরা অঙ্কিতের পাশে। প্রসঙ্গত ২০১৪ সালে প্রয়াত হয়েছিল অঙ্কিতের বাবা, তারপর থেকে হাড় ভাঙ্গা খাটনি খেটে ছেলের পড়াশোনা চালিয়ে গিয়েছিল দরিদ্র বিধবা অসহায় এক মা। অঙ্কিত মা আর বোনকে সাথে নিয়েই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত থেকে এক লক্ষ টাকার চেক গ্রহণ করেন। বলেন কৃতজ্ঞ থাকব মুখ্যমন্ত্রীর কাছে, কৃতজ্ঞ থাকব যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের কাছে।খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে অঙ্কিত পাল। অঙ্কিতের সাফল্যে গর্বিত হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। উচ্চশিক্ষার জন্য মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মানুষের সহযোগিতা তার পড়াশোনার ক্ষেত্রে আরো অনুপ্রেরণা যোগাবে বলেই মত প্রকাশ করেছেন এই মেধাবী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service