জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বিভিন্ন প্রান্তে নারী গঠিত অপরাধের পাশাপাশি শিশু ধর্ষণ এর মত ঘটনা ঘটে চলছে বিগত দিনগুলিতে এ ধরনের মামলার নিষ্পত্তি দীর্ঘদিন ধরে চললেও বর্তমান সরকারের আমলে তড়িৎগতিতে হচ্ছে ফয়েসলা। জানা যায় গত ২০২২ সালের জুলাই মাসের ২৮ তারিখ ধর্মনগরের ভিক্টিমের মায়ের ভাইপো রোশন আলি জোরপূর্বক ধর্ষণ করে, এই ঘটনায় জানার পর সুফিয়ারা বেগম ওনার ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এবং মামলা পাওয়ার পরপরই শুরু হয় তড়িৎ গতিতে তদন্ত গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রোশন আলীকেও। তারপর ২০২৩ সালের আগস্ট মাসের ১৬ তারিখ এই মামলার আর্গুমেন্ট হয় এবং ২১ জন সাক্ষী দেন তারপর অভিযুক্ত রোশন আলীকে দোষী সাব্যস্ত করে পোকশো স্পেশাল জর্জ অংশুমান দেব্বর্মা পকসো আইনের দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অনাদায় ছয় মাসের বর্ধিত কারাদণ্ডে দণ্ডিত করা হয় বলে জানিয়েছেন অভিযোগকারীর পক্ষের আইনজীবী।
অপরাধ
রাজ্য
৯ বছরের শিশুকন্যা ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড
- by janatar kalam
- 2023-08-30
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this