2025-01-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

৯ দফা দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান অল ত্রিপুরা মিড্ ডে মিল কুক কাম হেলপার ওয়েলফেয়ার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন দাবিতে রাস্তায় নামলো অল ত্রিপুরা মিড্ ডে মিল কুক কাম হেলপার ওয়েলফেয়ারের কর্মীরা। শুক্রবার সকালে বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা ডেপুটেশন প্রদান করার লক্ষমাত্রা নিয়ে বোধজং বয়েজ স্কুলের সামনে থেকে সুবিশাল রেলি বের করে মিড্ ডে মিল কুক কাম হেলপার ওয়েলফেয়ারের কর্মীরা। 

মিড্ ডে মিল কর্মীদের প্রতিমাসে বেতন প্রদান , ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন প্রদান করা , প্রভিডিয়েন্ট ফান্ড চালু করা , অনিয়মিতদের নিয়মিত করা ,পেনশন চালু করা , কর্মীদের ন্যূনতম বেতন ১৮০০০ করা সহ ৯ দফা দাবিতে রাস্তায় নামলো অল ত্রিপুরা মিড্ ডে মিল কুক কাম হেলপার ওয়েলফেয়ার।

বোধজং বয়েজ স্কুলের সামনে থেকে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে বের করা হয় মিছিল , লক্ষমাত্রা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি সনদ তুলে দেওয়া। এদিন সংবাদ মাধ্যমকে অল ত্রিপুরা মিড্ ডে মিল কুক কাম হেলপার ওয়েলফেয়ারের কনভেনার বীর কুমার দেববর্মা জানান সারা রাজ্যে মিড্ ডে মিল কুক কাম হেলপার রয়েছে ১১১৩০ জন। এরা ২০০২, ২০০৩ সাল থেকে কাজ করে আসছে , তাদেরকে মাসিক বেতন প্রদান করা হয় মাত্র ২৫০০ টাকা।

দৈনন্দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তা দেখে এই মাসিক মজুরি দিয়ে সংসার ও ছেলেমেয়েদের পড়াশুনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে , তাছাড়া এই বিষয় নিয়ে রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হলেও এখন পর্যন্ত কোনপ্রকার হেলদোল নেই রাজ্য সরকারের সেজন্যই আজকের এই কর্মসূচি বলে জানান।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service