2024-12-18
agartala,tripura
রাজ্য

৯০ শতাংশ বিকলাঙ্গ হয়েও ভাতা মিলেনি সরকারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৯০ শতাংশ বিকলাঙ্গ, বহুবার আবেদন করেও মিলেনি ভাতা, সংবাদ মাধ্যমে মায়ের আর্তনাদ। ৯০% বিকলাঙ্গ। নিজে থেকে হাঁটাচলা করতে খুব কষ্টকর। ঠিক মতো কথাও বলতে পারে না সে। তাকে যাই প্রশ্ন করা হ‌উক উত্তর একটাই। অবাক করার বিষয় হলেও দপ্তরের কোন হেলদোল নেই। মঙ্গলজীতপাড়া এসবি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কাদির। শিশুটির নাম আব্দুল কাদির বয়স ১৪ পিতার নাম সহিদ মিয়া। বাড়ি জম্পুইজলা ব্লকের চিকনছড়া এডিসি ভিলেজের মুল্লাপাড়া এলাকায়। দশ বার বিকলাঙ্গ ভাতার জন্য সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত বিকলাঙ্গ ভাতা পায়নি শিশুটি। অত্যন্ত অভাবের সংসার। শিশুটির বাবা দৈনিক হাজিরা কাজ করে সংসার প্রতিপালন করে। অভাব অনটন পরিবারটির নিত্য সঙ্গী। শিশুটির মা কাতর ভাবে সংবাদ প্রতিনিধির সামনে বলেছে যাতে করে সরকার একটি বিকলাঙ্গ ভাতার ব্যবস্থা করে দেয় শিশুটির জন্য। শিশুটির মা অফলা বেগম আব্দুল কাদিরের ভাতা পাওয়ার ক্ষেত্রে এলাকার বিধায়ক মানব দেববর্মা এবং বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র দেববর্মার দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি বিভাগীয় মন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service