2025-10-06
Ramnagar, Agartala,Tripura
দেশ

৮ অক্টোবর নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :-এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবনী আয়োজন ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ২০২৫-এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটে নয়াদিল্লির যশোভাবন কনভেনশন সেন্টার, দ্বারকা-য় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনের আগে সোমবার কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া অনুষ্ঠানস্থলে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি টেকসই ও আধুনিক সংযোগের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরতে শিবাজি স্টেডিয়াম থেকে এয়ারপোর্ট মেট্রো হয়ে যশোভাবনে যান ও ফিরে আসেন।

সিন্ধিয়া মেলা প্রাঙ্গণের প্রদর্শনী এলাকা ঘুরে দেখেন, স্টার্টআপ ও প্রদর্শকদের সঙ্গে কথা বলেন এবং টেলিকম দপ্তর (DoT), সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) ও অংশীদার সংগঠনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, এবারের IMC শুধু ভারতের জন্য নয়, গোটা এশিয়া ও বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে এক নতুন দিগন্ত খুলে দেবে।

সিন্ধিয়া বলেন, “আজকের দিনে টেলিযোগাযোগই হল 5G, AI, ML, IoT এবং স্যাটেলাইট যোগাযোগের মহাসড়ক— যা ভারতকে শুধু ভারতের মধ্যেই নয়, গোটা বিশ্বের সঙ্গে যুক্ত করছে।” তিনি আরও জানান, গত ১১ বছরে প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত আত্মনির্ভর, উদ্ভাবনী ও বৈশ্বিক প্রযুক্তি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিশ্বজুড়ে প্রযুক্তি নেতাদের সমাবেশ

এবারের IMC ২০২৫-এ ১.৫ লক্ষেরও বেশি দর্শনার্থী, ৭০০০ প্রতিনিধি, ১৫০টিরও বেশি দেশের অংশগ্রহণ, এবং ৪০০টি প্রদর্শক ৪.৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তাদের প্রযুক্তি তুলে ধরবেন।

 

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ছয়টি বড়ো বৈশ্বিক সম্মেলন—

 

ইন্টারন্যাশনাল ভারত 6G সিম্পোজিয়াম: 6G গবেষণায় ভারতের নেতৃত্ব তুলে ধরা হবে।

 

ইন্টারন্যাশনাল এআই সামিট: যোগাযোগ ও ডিজিটাল সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা।

 

সাইবার সিকিউরিটি সামিট: ভারতের ১.২ বিলিয়ন টেলিকম ব্যবহারকারীর সুরক্ষা।

 

স্যাটকম সামিট: স্যাটেলাইট-ভিত্তিক যোগাযোগ প্রযুক্তির ভবিষ্যৎ।

 

IMC Aspire Programme: প্রায় ৫০০ স্টার্টআপ ও ৩০০ বিনিয়োগকারী ও শিল্পনেতাদের মধ্যে সংযোগ স্থাপন।

 

গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ – ইন্ডিয়া এডিশন: ১৫টি ফাইনালিস্টের মধ্যে ১ মিলিয়ন ডলারের বিনিয়োগের সুযোগ।

 

সিন্ধিয়া বলেন, “এই আয়োজন IMC ২০২৫-কে বিশ্বব্যাপী প্রযুক্তি ও বিনিয়োগের এক মিলনস্থলে পরিণত করবে, যা ভারতের ডিজিটাল অগ্রযাত্রার প্রতিচ্ছবি।”

 

টেলিকমে ভারতের সাফল্য!

ভারত বর্তমানে বিশ্বের শীর্ষ তিনটি ডিজিটাল দেশের মধ্যে একটি— ১.২ বিলিয়ন মোবাইল গ্রাহক, ৯৭ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, এবং বিশ্বের দ্রুততম 5G রোলআউট মাত্র ২২ মাসে সম্পন্ন করেছে।

 

মন্ত্রী বলেন, “আমাদের শক্তি আমাদের ‘ডিজাইন ইন ইন্ডিয়া, সলভ ইন ইন্ডিয়া, স্কেল ইন ইন্ডিয়া’-র সক্ষমতায়। IMC ২০২৫ এই প্রযুক্তিগত আত্মনির্ভরতার যাত্রাকে উদযাপন করবে।”

তিনি আরও যোগ করেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের টেলিকম খাত আজ উদ্ভাবন, সংযোগ ও অন্তর্ভুক্তির আলোকস্তম্ভে পরিণত হয়েছে। IMC ২০২৫ হবে বিশ্বের সামনে ভারতের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service