জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে রেল ট্র্যাকের পাশের জঙ্গল থেকে উদ্ধার গাঁজা। প্রায় ৮১ কেজি গাঁজা উদ্ধার করে আগরতলা জি আর পি থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা। মামলা নিয়ে ঘটনার তদন্ত চলছে বলে জানান জি আর পি থানার ওসি।
পাশাপাশি তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের এপারে প্রবেশ করানোর একটি মামলায় তিনজনকে আটক করা হয়েছে। তিনজন ভারতীয় দালালের বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায়। আগরতলা জিআরপি থানার পুরাতন একটি মামলায় তাদেরকে আটক করা হয়।
ধৃতরা হল শুকলাল সরকার, প্রদিপ সরকার ও বিশ্বজিৎ আচার্য। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। অভিযোগ অর্থের বিনিময়ে তারা বাংলাদেশী নাগরিকদের সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে নিয়ে আসার ক্ষেত্রে সাহায্য করতো।
Leave feedback about this