জনতার কলম ওয়েবডেস্ক:- মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠকে জানান, মন্ত্রিসভা ৮ম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Central Pay Commission) শর্তাবলী (Terms of Reference) অনুমোদন করেছে।
মন্ত্রী জানান, কমিশন গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে তারা তাদের সুপারিশ জমা দেবে। কমিশনে থাকবেন একজন চেয়ারম্যান, একজন পার্ট-টাইম সদস্য এবং একজন সদস্য-সচিব।
অশ্বিনী বৈষ্ণব আরও জানান, মন্ত্রিসভা ২০২৫-২৬ রবি মরসুমের জন্য ফসফেটিক ও পটাশিক সারগুলির পুষ্টি-ভিত্তিক ভর্তুকি (Nutrient-Based Subsidy) হারও অনুমোদন করেছে। এই ভর্তুকির পরিমাণ প্রায় ৩৭ হাজার ৯৫২ কোটি টাকা, যা ২০২৫ সালের ১লা অক্টোবর থেকে কার্যকর হবে।
মন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কৃষকদের জন্য সারের সহজলভ্যতা ও সাশ্রয়ী দামে প্রাপ্তি নিশ্চিত করবে। সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে সার ও কাঁচামালের দামের পরিবর্তন বিবেচনায় এনে ফসফেটিক ও পটাশিক সারের ভর্তুকি হার যুক্তিসংগতভাবে নির্ধারণ করা হয়েছে।
৮ম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলী অনুমোদিত
কমিশন ১৮ মাসের মধ্যে সুপারিশ দেবে
২০২৫-২৬ রবি মরসুমে সার ভর্তুকি ₹৩৭,৯৫২ কোটি
কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে সার নিশ্চিত হবে





Leave feedback about this