2024-12-16
agartala,tripura
রাজ্য

৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিআরপিএফ জওয়ানদের বর্ণাঢ্য রেলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অন্যান্য বছরের তুলনায় এ বছর ৭৭ তম স্বাধীনতা দিবসটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশে একটু ভিন্নমাত্রায় পালিত হচ্ছে। স্বাধীনতা দিবসের প্রায় তিন দিন আগে থেকেই বিভিন্নভাবে উদযাপন চলছে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের। বিএসএফ, আসাম রাইফেলস, সিআরপিএফ সহ বিভিন্ন আধা সামরিক বাহিনীর জোয়ানরা এবছর স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে মেতে উঠেছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সোমবার সিআরপিএফ ১৪০ ব্যাটালিয়নের উদ্যোগে বেতবাগান হেডকোয়ার্টার থেকে তিরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে এক বর্ণাঢ্য রেলি বের হয়েছে। রেয়েলিটি বেতবাগান এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা বাজারে এসে সমাপ্ত হয়। রেলিতে সাধারণ পাবলিক সহ বিদ্যালয়স্তরের ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়েছে। স্বাধীনতা দিবসের এই বর্ণাঢ্য রেলিতে নেতৃত্ব দিয়েছেন সিআরপিএফ ১৪০ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট সঞ্জীব হাঁমপাল, ডেপুটি কমান্ডেন্ট প্রমোদ কুমার যাদব, রাকেশ কুমার মিশ্র সহ অন্যান্য জওয়ানরা।

 

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service