জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযোগ্য মর্যাদায় এনসিসি বিজয় দিবস উদযাপন করা হয়। রবিবার ৭৬ তম এনসিসি দিবসে অনুষ্ঠান হয় আগরতলা লিচুবাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, এনসিসি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ কর্নেল রাজশেখর সহ অন্যান্যরা। এদিন এনসিসি দিবস উপলক্ষে প্রথমে দৌড় প্রতিযোগিতা এবং পরে সাইকেল রেলি হয়।
সবুজ পতাকা নেড়ে দৌড় প্রতিযোগিতার সুচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অপরদিকে বাইসাইকেল রেলিতে রাজ্যপাল নিজে অংশ গ্রহণ করেন। বাইসাইকেল রেলির উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। তারপর এনসিসি-তে অংশ নেওয়া ছেলে মেয়েদের সাথে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মন্ত্রী টিংকু রায় কেক কাটেন। শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন এনসিসিতে অংশ নেয় বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই এনসিসি-র মাধ্যমে ছেলে মেয়েদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে অবগত করা হয়। পাশাপাশি তারা নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে অবগত হয়। কারণ এই ছেলে মেয়েরাই দেশের ভবিষ্যৎ। দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে, তা শেখানো হয় ছেলে-মেয়েদের। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় এন সি সি ক্যাডেটদের মধ্যে।
Leave feedback about this