2025-03-01
Ramnagar, Agartala,Tripura
খেলা

৭৩তম জাতীয় বি এন মল্লিক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফলাফল দেখেনিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-৭৩তম জাতীয় বি এন মল্লিক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় আজ ১১টি খেলা অনুষ্ঠিত হয়। উমাকান্ত ফুটবল স্টেডিয়ামে মহিলা বিভাগে এসএসবি ৭-১ গোলে সিআরপিএফকে এবং ত্রিপুরা ১০-০ গোলে মহারাষ্ট্রকে পরাজিত করেছে। পুরুষ বিভাগে উমাকান্ত ফুটবল স্টেডিয়ামে আয়োজিত খেলায় পাঞ্জাব ৫-০ গোলে ঝাড়খন্ডকে, উদয়পুরের চন্দ্রপুরে আয়োজিত খেলায় মিজোরাম ৬-১ গোলে অরুণাচল প্রদেশকে এবং তামিলনাড়ু ২-১ গোলে উত্তরপ্রদেশকে পরাজিত করেন।

জম্পুইজলায় আয়োজিত দুটি খেলায় সিআইএসএফ ৩-১ গোলে লাক্ষাদ্বীপকে পরাজিত করেছে। অপর খেলায় দিল্লি ও আসামের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। জিরানীয়ায় আয়োজিত দুটি ম্যাচে সিআরপিএফ ৩-০ গোলে পশ্চিমবঙ্গকে এবং এসএসবি ৬-০ গোলে গুজরাটকে পরাজিত করেছে। মোহনপুরে আয়োজিত দুটি ম্যাচে আরপিএফ ৩-০ গোলে উত্তরাখন্ডকে এবং মণিপুর ৩-১ গোলে মহারাষ্ট্রকে পরাজিত করেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service