2024-12-16
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

৬ মাসে বিষ খেয়ে মৃত্যু হয়েছে ৬১ জনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ছয় মাসে আগরতলা জিবিপি হাসপাতালে মেডিসিনে পুরুষ ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছিল ৮ হাজার ১৫৮ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৩৩৩ জন। নিজ দায়িত্বে ছুটি নিয়ে চলে গিয়েছে ১ হাজার ২১৯ জন। বিষ খেয়ে মৃত্যু হয়েছে ৬১ জনের। ছয় মাসে মোট মৃত্যুর হার ছয় দশমিক ৬৯ শতাংশ। বৃহস্পতিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জি বি পি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন মেডিসিন বিভাগের এইচওডি ডা:অরুণাভ দাশগুপ্ত। এ দিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল সুপার ডা: শঙ্কর চক্রবর্তী এবং ডেপুটি মেডিকেল সুপার ডা: কনক চৌধুরী। প্রসঙ্গত সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জিবিপি হাসপাতালের আপডেট চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service