জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প পুনরায় চালু করা ,সমস্ত অসংঘটিত শ্রমিকদের করোনাকাল বিশেষ আর্থিক সহায়তা প্রদান ,সমস্ত নির্মাণ শ্রমিকদের শ্রম দপ্তরে নিবন্ধিকৃত লেবার কার্ড অবিলম্বে প্রদান করাসহ ৬ দফা দাবিতে বিশাল মিছিলের মধ্য দিয়ে শ্রম মটরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান অল ত্রিপুরা অসংঘটিত শ্রমিক কংগ্রেসের। মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয়। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল বলেন সম্প্রতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আর.এম.এস চৌমুহনি শাখা থেকে শ্রমিক কল্যাণ পর্ষদের ৯১ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৬০৮ টাকা অজানা কারণে ত্রিপুরা পরিকাঠামো বিনিয়োগ তহবিলে সরিয়ে নেওয়া হয়। নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের অর্থ রাশি মূলত: শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে অর্জিত অর্থের দ্বারা গঠিত তহবিল। এতে জড়িয়ে আছে তাদের প্রভূত আশা-আকাঙ্ক্ষা। এভাবে নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা গ্রামীণ ব্যাংক থেকে অন্যত্র সরিয়ে নেওয়া বিধি সক্ষত কাজ নয়। অথচ সবকিছু জেনে বুঝেও কোন এক অজ্ঞাত কারণে শ্রম দপ্তরের অধিকর্তা এই বেআইনি কাজটি করেছেন। বিশ্বাসঘাতকতা করেছেন নির্মাণ শ্রমিকদের সাথে, রাজ্যের শ্রম দপ্তরকে করেছেন কালিমালিপ্ত। তাই এ বিষয়ে দপ্তরের অধিকর্তা যেন শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন এ দাবি চেয়ে আজকে ডেপুটেশন প্রদান করেছেন বলে জানিয়েছেন।
রাজনৈতিক
রাজ্য
৬ দফা দাবিতে শ্রম মটরের অধিকর্তার নিকট ডেপুটেশন অল ত্রিপুরা অসংঘটিত শ্রমিক কংগ্রেসের
- by janatar kalam
- 2023-11-27
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this