2024-12-14
agartala,tripura
বিশ্ব

৬৬ ডিগ্রিতে ফুটছে ইরান!

জনতার কলম ওয়েবডেস্ক :- ৬৬ ডিগ্রিতে ফুটছে ইরান। ১৬ জুলাই ২০২৩ দুপর ১২.৩০ এ ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় ইরান এয়ারপোর্টের তাপমাত্রা। ইরানের পার্সিয়ান গালফ ইন্টারন্যাশানাল বিমানবন্দরের এর রেকর্ড তাপমাত্রা চিন্তার ভাঁজ ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন এই তাপমাত্রা মানুষের সহনশীলতার বাইরে।জলবায়ুর পরিবর্তনই এই হিট ওয়েভের জন্য দায়ী। একটি আন্তর্জাতিক রিপোর্ট বলছে এবারের জুলাই উষ্ণতম। প্রথম ১৭ দিনের ১০দিন বিশ্বের বিভিন্ন অঞ্চলে উষ্ণতম দিন হিসাবে চিহ্নিত হয়েছে। আমেরিকা, এশিয়া ও ইউরোপে চলছে তাপপ্রবাহ।

 

উষ্ণতায় ফুটছে পৃথিবী। ঘনীভূত হচ্ছে প্রশান্ত মহাসাগরের এল নিনো। ফ্লোরিডা সংলগ্ন আটলান্টিকের তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিজ্ঞানিদের মত- বিশ্ব উষ্ণায়ন কমাতে সব দেশ একসঙ্গে উদ্যোগ না নিলে অগ্নি গোলা হবে পৃথিবী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service