জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫ শতাংশ মহার্ঘ্যভাতা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদের দেওয়ার ঘোষণা দিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। ১ নভেম্বর থেকে তা কার্যকর। শনিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার ঘোষণা দেয় মাস দুয়েক আগে। তা কার্যকরের ঘোষণা দেয় ১ নভেম্বর থেকে। ডিসেম্বর মাসের বেতনে এই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
এবার সরকারি কর্মচারীদের মতো ৫ শতাংশ মহার্ঘ্যভাতা পাবেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীরা। শনিবার রাজধানীর ভুতুরিয়া নিগমের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে ছিলেন এম ডি, দপ্তরের সচিব।মন্ত্রী জানান ১ নভেম্বর থেকে কার্যকর এই ৫ শতাংশ মহার্ঘ্যভাতা।নিগমের সমস্ত কর্মীরা এর সুবিধা পাবেন।
এদিকে মন্ত্রী রতন লাল নাথ আরও জানান, রাজ্যে গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উতপদান হওয়ার কথা ছিল সেটা উৎপাদন হচ্ছে না গ্যাসের অভাবে। যারা গ্যাস দেওয়ার কথা তারা গ্যাস দিতে পারছে না। গ্যাসের অভাবে ও এন জি সি গ্যাস দিতে পারছে না বলে জানান মন্ত্রী। এ জন্য সবচেয়ে বেশি গুরত্ব দেওয়া হচ্ছে সোলারের উপরে। মন্ত্রী এদিন সকলের কাছে আহ্বান রাখেন সকলে যাতে সোলারের দিকে ঝোঁকার জন্য।এদিকে ডিএ ঘোষণা দেওয়ায় খুশি বিদ্যুৎ নিগমের কর্মচারীরা।
Leave feedback about this