জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ও গোমতি জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক অধিকারী শিবির অনুষ্ঠিত হয় ভারত সরকারের এডিয়াইপি প্রকল্পে । শিবিরে দিব্যাঙ্গজনের জন্য চলন সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ করেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক । এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কর্পোরেশন ও আদিবাসী কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতি জেলা পুলিশ আধিকারিক নমিত পাঠক সহ আরো অনেকে। এদিন গোমতী জেলায় আটটি ব্লক থেকে ১২১৭ টি আবেদন জমা হয়। এই ১২১৭টি আবেদন পত্রের মধ্যে ৭০৪ জন বেনিফিসারির হাতে দিব্যাঙ্গজনের সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ।
তার মধ্যে পুরুষ রয়েছে ৪৫৬ জন, মহিলা রয়েছে 248 জন। এই যন্ত্রাংশ গুলির সরকারি বাজার মূল্য ৫৭ লক্ষ ৪৩ হাজার টাকা। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বললেন কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ মানুষটিকে লাইনে রেখে তাদের ক্ষমতায়ন করে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে কাজ করছে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া লাখপতি দিদিদের প্রসঙ্গ টেনে বলেন প্রধানমন্ত্রী দিব্যাঙ্গদের উন্নয়নের পাশাপাশি তৈরি করছেন লাখপতি দিদিদের। যারা ধীরে ধীরে আত্মনির্ভর ত্রিপুরা তথা ভারত গড়তে সহায়তা করছে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দিব্যাঙ্গ ভাইবোনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রত্যেক দিব্যাঙ্গ ভাইবোনদের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
Leave feedback about this