জনতার কলম ওয়েবডেস্ক :- শেষ চাব বছর ৩৬টি দেশে সরকারী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন এমন দেশে পা রেখেছেন যেসব দেশে গত কয়েক দশক বোনও ভারতীয় প্রধানমন্ত্রীই পা রাখেননি। মোদির এই বিদেশ সফরাপির খরচণ্ড রীতিমতো চমকে দেওয়ার মতেয়। চার বছরে স্রেফ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য কেন্দ্রের তবহিল থেকে খসেছে ২৯৫ কোটি টাকা। সংসদে সরবন্ধবী সেই খতিয়ান তুলে ধরেছে বিদেশমন্ত্রকই।
রাজ্যসভায় বিদেশমন্ত্রকের কাছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের হিসাব আনাতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ চেবেক ও রাতেশা ডেরেকের প্রশ্নের অবারে বিদেশ প্রতিমন্ত্রী পীর্তিবর্ধন সিং জানিয়েছেন, ২০২১-২০২৪ সালের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সবমিলিয়ে ২৯৫ কোটি টাকা খরচ হয়েছে। এরমধ্যে ২০২৪ সালে ১৬ দেশের সফরে ১০৯ কোটি টাকা খরচ করেছেন প্রধানমন্ত্রী। ২০২৬ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খব্য হয়েছিল ১৩ কোটি। ২০২২ এবং ২০২১ সালের খরচ যথাক্রমে ৫৫.৮২ কোটি এবং ৩৬ সেটি টাকা। ২০২৫ সালে ইতিমধ্যেই পাঁচটি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী। ৩৩ই ভারত সরকারের খরচ হয়েছে ৩৭ কোটি টাকা। এর মধ্যে শুধু ফ্রান্স সফরেই খরচ হয়েছে ১৫ কোটি টাকা-যা এপর্যন্ত মোদির বিদেশ সফরে সর্বাধিক খরচ।
এছাড়াও এবছর মার্কিন সফরে প্রধানমন্ত্রীর খরচ হয়েছে ১৬ কোটি টাকা। ১১ বছবের শাসনকালে যে যে কারণে নরেন্দ্র মোদি সবচেয়ে বেশি সমালোচিত, তা হল তাঁর ঘনঘন বিদেশ ভ্রমন। নেটদুনিয়ায় আনকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী বিদেশে বেশি সময় থাকেন, ভারতে মাঝে মাঝে খুরতে আসেন। বিরোধীরা বলেন, বিদেশ সহাবে যে পরিমাণ টাকা খরচ করেন প্রধানমন্ত্রী সঠিকভাবে কাজে লাগালে সাধারণ মানুষের উপকার হত।
Leave feedback about this