2024-12-14
agartala,tripura
খেলা রাজ্য

৪৩ তম জাতীয় ত্রিপুরা যোগা দলকে সংবর্ধনা প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা যোগা দলকে সংবর্ধনা। সোমবার রাজধানীর এনএসআরসিসি-র চেস হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৪৩ তম জাতীয় ত্রিপুরা যোগা দলকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা যোগা এসোসিয়েশানের সচিব রূপক সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন সকলে মিলে এক সাথে কাজ করলে তবেই সফলতা আসবে।

যোগায় রাজ্যের ছেলে মেয়েরা অনেক সাফল্য পেয়েছে। জাতীয় স্তরেও রাজ্যের ছেলে মেয়েরা সাফল্য পেয়েছে। রাজ্যের ছেলে মেয়েরা দেশের সামনে নিজের প্রতিভাকে তুলে ধরেছে। এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী। এদিকে সচিব রূপক সাহা বলেন, “শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এমনই এক প্রতিষ্ঠান যে শুধুমাত্র জুয়েলারি শোরুমের চার দেয়ালের মধ্যে আটকে না থেকে যা সত্যিই আসলে সোনা, তার উৎযাপন করে।

যা সত্যিই সোনা, সেই গুণের কদর করে। ত্রিপুরা যোগ দলের সাথে যুক্ত হওয়া প্রতিষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ।”উল্লেখ্য ২৮ থেকে ৩০ ডিসেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে ৪৩তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে।প্রতিযোগিতায় অংশ নিতে চলা ত্রিপুরা যোগ দলকে স্পনসর করছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service