2024-12-19
agartala,tripura
রাজ্য

৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুচ্ছ কর্মসূচির আয়োজ নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের সার্ধশতবর্ষ শুভ আবির্ভাব স্মরণোৎসব উদযাপনের পাশাপাশি শ্রীশ্রী মহানাম অঙ্গনের ৪২তম প্রতিষ্ঠা দিবস ও নবনির্মিত ভক্তাবাসের দ্বারোদঘাটন উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচির আয়োজন করে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ।আগামী ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয় ধর্মীয় এই প্রতিষ্ঠানটি। ১৩ই সেপ্টেম্বর বুধবার সকালে নগর সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হবে গৃহীত কর্মসূচি। সকালে নগর সংকীর্তনের পর পরবর্তী সময়ে আগরতলা টাউনহলে অনুষ্ঠিত হবে ধর্মসভা। এই ধর্ম সভায় উপস্থিত থাকবেন মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক বন্ধু গৌরব ব্রহ্মচারী, বাংলাদেশের মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, কাশি থেকে শ্রীমৎ শিবানন্দ ব্রহ্মচারী সহ আরো অনেকে। এদের মধ্যে শ্রীমৎ শিবানন্দ ব্রহ্মচারীর বয়স এখন ১২৭ বছর। তিনি এই মহানামসেবক সঙ্গেই দুইদিন অবস্থান করবেন।১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মহানাম অঙ্গনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস। এদিন অনুষ্ঠিত হবে স্বেচ্ছা রক্তদান ও দারোগাটন হবে নবনির্মিত ভক্তাবাসের। যার উদ্বোধন করবেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।১৫ই সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পরিকরবৃদ্ধের চৌষট্টি মহান্তের ভোগদান । ৬৪ টি ভোগ সাজানো হবে যা দেখার মত হবে ভক্তবৃন্দের।সোমবার নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী একথা জানিয়ে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেকের অংশগ্রহণ কামনা করলেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service